সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৮ মার্চ) ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষ্যে সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনির।
অনুষ্ঠানে নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পায়। বক্তারা বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই।
আলোচনা সভা শেষে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর জিসিএ প্রকল্পের সহযোগিতায় পারিবারিক কাজের বিশেষ অবদানে উপজেলার পাঁচ পরিবারকে সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, এনজিও সমন্বয়ক গাজী আল ইমরান, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর জিসিএ প্রকল্পের মনিটরিং এ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মো: মুমতাজুল ইসলাম মুকুল, প্রজেক্ট অফিসার মো: আল-মামুন, আবু হাসান, আব্দুর রহমানসহ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা পাঁচ পরিবার হলেন নাজমা খাতুন স্বামী মোঃ নুরুজ্জামান, নুরনাহার খাতুন স্বামী মো: নজরুল ইসলাম, রাবেয়া খাতুন স্বামী মো: জাহাঙ্গীর আলম, মারুফা খাতুন স্বামী মোঃ মনিরুল ইসলাম, রেশমা খাতুন স্বামী মোঃ বিল্লাল হোসেন।