1. info@www.crimebarudbd.online : ক্রাইম বারুদ বিডি :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত ভূরুলিয়া ইউনিয়ন পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা। জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে শ্যামনগর বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। সিলেটের কারাগারে গোলাপগঞ্জের আসামির সঙ্গে বাদীর বিয়ে দেশ বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য থেকে আতিকুর রহমান। দেশ বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুর রহমান মাস্টার। দেশ বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এড,এম আব্দুল করিম আকবরী পূর্ব রেঙ্গা হিফজুল কোরআন দাখিল মাদ্রাসায় দারুল কিরাতের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। বড়লেখায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন জামায়াত দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চোরাশিকারীদের ফাঁদে পড়া হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করলো বনবিভাগ।

মাগুরায় ধ র্ষ ণে র শিকার সেই শিশুটি না ফেরার দেশে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে মৃত ঘোষণা করা হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্নেল নাজমুল হামিদ বলেন, আজ সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু বেলা ১২টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার নির্যাতিত শিশুটি মারা যাওয়ায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে সেনাবাহিনী জানায়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছে। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এতে আরও বলা হয়, শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

এর আগে গতকাল বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর কাছে শিশুটির জন্য দোয়া প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের এই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুটির মা। শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। শিশুর বোনের শ্বশুরকে সাত দিন, স্বামী, শাশুড়ি ও ভাশুর প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাগুরার আদালত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট